বরিশালে বিজিবি আসেনি, প্রস্তুত আছে: এনডিসি

বরিশাল শহরে আনসার ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ। ১৮ আগস্ট ২০২১। ছবি: স্টার

বরিশালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি যাওয়ার কথা থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত পৌঁছায়নি বিজিবি। আজ শুক্রবার বরিশাল জেলা প্রশাসনের এনডিসি মো. নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তবে, জেলায় গতকাল দশ জন ম্যাজিস্ট্রেট এসে পৌঁছেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বরিশাল জেলা প্রশাসন দশ প্লাটুন বিজিবি ও দশ ম্যাজিস্ট্রেট চেয়েছে। সেই হিসেবে বিজিবি খুলনা থেকে রওনা দিয়ে বরিশালের পাশের জেলাগুলোতে অবস্থান করছে।'

'প্রয়োজন হওয়া মাত্র যেন তারা বরিশালে আসতে পারে সে ব্যবস্থা করা হয়েছে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'গোয়েন্দাদের প্রতিবেদনের ভিত্তিতে বাড়তি সতর্কতার জন্য তাদের তৈরি রাখা হয়েছে।'

এদিকে, বরিশালে বিজিবি আনার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুস।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা বাড়াবাড়ি। বরিশালে এমন কোনো পরিস্থিতি হয়নি যে বিজিবি আনতে হবে।'

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও অফিস প্রাঙ্গণ থেকে সিটি করপোরেশনের (বিসিসি) পোস্টার-ব্যানার সরানোকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সংঘর্ষ হয়।

এ সংঘর্ষের সময় বরিশাল সদর উপজেলা চত্বরে গুলির ঘটনায় দুই পুলিশ ও দুই আনসার সদস্য, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম খোকন, ২৩ নং ওয়ার্ড সভাপতি শাহরিয়ার বাবু, বিসিসি কর্মকর্তা স্বপন কুমার দাসসহ অন্তত ৫০ জন আহত হন।

এ ঘটনায় করা দুটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

39m ago