বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় শতাধিক গাড়ি

মাদারীপুরের বাংলাবাজার লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রী চাপ রয়েছে, আর যানবাহনের স্বাভাবিক ভিড় আছে। শরিয়তপুরের মাঝিকান্দি ঘাটে স্বাভাবিকভাবে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যানবাহন নেই। তবে ঢাকামুখী যাত্রী চাপ আছে লঞ্চ ও স্পিডবোটে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এই ৩ নৌপথে এমন পরিস্থিতি দেখা গেছে।
শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে ১০টি ফেরি, ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসি'র শরিয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাট ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর সাড়ে ১২টায় ঘাট এলাকায় শতাধিক ঢাকামুখী গাড়ি পারের অপেক্ষায় আছে। এসব গাড়ি ধারাবাহিকভাবে ফেরির মাধ্যমে পার করা হচ্ছে। ঘাটে মোটরসাইকেলের চাপ আছে। তবে যানবাহনের চাপ গতকালের তুলনায় কম। বাংলাবাজার ঘাটে একটি ফেরিঘাট ব্যবহার করে শুধু মোটরসাইকেল পার করা হচ্ছে। ফেরিঘাটে বিশৃঙ্খলা যাতে না হয় এবং তীব্র গরমের মধ্যে ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুপুরের দিকে যানবাহনের কিছুটা চাপ বাড়তে পারে।'
তিনি আরও বলেন, 'মাঝিকান্দি ঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক আছে। গাড়ির তেমন চাপ নেই।'
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ নেই। যেসব ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আসছে এসব সরাসরি ফেরির মাধ্যমে পার হচ্ছে। তবে ঢাকামুখী গাড়ি তুলনামূলক বেশি ফেরিতে পার হচ্ছে।'
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'শিমুলিয়া লঞ্চঘাট ও স্পিডবোট ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী চাপ নেই। তবে ঢাকামুখী যাত্রী চাপ আছে লঞ্চে। স্পিডবোট ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। তবে গতকালের তুলনায় ঘাটের পরিস্থিতি অনেক ভালো।'
Comments