বাসচাপায় শিক্ষার্থী আহত: উত্তরায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ, যানজট

বাসচাপায় সহপাঠী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে আশে পাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
jam.jpg
যানজট | স্টার ফাইল ছবি

বাসচাপায় সহপাঠী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে আশে পাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল এনা পরিবহনের একটি বাসের চাপায় উত্তরা মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদ গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এরই প্রতিবাদে আজ দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রথমে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে বিকেল ৫টা ১০ মিনিটে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হলে শিক্ষার্থীরা পরবর্তীতে রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে দিয়েছে, বলেন ইলিয়াস।

Comments