কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত

বিএসএফ’র বাধায় সড়ক সংস্কারের কাজ বন্ধ

বিএসএফ’র বাধায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নন্দিরকুটি জুম্মারপাড় সীমান্তে সড়কের সংস্কার কাজ প্রায় এক মাস ধরে বন্ধ। ছবি: এস দিলীপ রায়/স্টার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র বাধায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নন্দিরকুটি জুম্মারপাড় সীমান্তে একটি সড়কের সংস্কার কাজ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে।

সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের অভ্যন্তরে রাস্তাটি হওয়ায় বিএসএফ এ কাজে বাধা দিয়েছে। বিএসএফ নোম্যান্স ল্যান্ডে লাল পতাকা টাঙিয়ে তাদের টহল জোরদার করেছে। এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও বিএসএফ'র মধ্যে ৩ দফায় পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা হয়নি।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পাশে আছিয়ার বাজার থেকে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও মজবুতিকরণের কাজ চলমান রয়েছে।

ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি জুম্মারপাড় সীমান্ত এলাকায় ৩০০ মিটার রাস্তার সম্প্রসারণ ও মজবুতিকরণসহ ৭৩ মিটার গাইডওয়াল নির্মাণ কাজে বিএসএফ বাধা দেয়। ওটিবিএল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির সংস্কার কাজ করছে।

ভারতের কোচবিহার জেলার কুর্শাহাট ক্যাম্পে বিএসএফ’র লাল পতাকা। ছবি: এস দিলীপ রায়/স্টার

বিজিবি সূত্র জানায়, রাস্তাটির ৩০০ মিটার অংশ সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর ৮ নম্বর সাব পিলারের কাছে। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে রাস্তাটি হওয়ায় বিএসএফ বাধা দিয়েছে।

শিমুলবাড়ী ও গংগাহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতের কোচবিহার জেলার কুর্শাহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের টাঙিয়ে দেওয়া লাল পতাকা সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও বিএসএফ তা সরিয়ে নিচ্ছে না। এ কারণে বিজিবি'র পক্ষ থেকেও সীমান্তে লাল পতাকা টাঙানো হয়েছে।

সীমান্তে শান্তি বজায় রাখতে বিজিবি সদস্যরাও এই সীমান্তে টহল বৃদ্ধি করেছে।

নন্দিরকুটি জুম্মারপাড় সীমান্তের অধিবাসী আমির হোসেন (৫৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তে বিজিবি ও বিএসএফ'র টহল জোরদার করায় সীমান্তে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।'

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইনচার্জ শফিকুল আজম সিজার ডেইলি স্টারকে বলেন, 'বিএসএফ'র বাধার কারণে সড়কের ওই অংশে সম্প্রসারণ ও মজবুতিকরণসহ গাইডওয়াল নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। সড়কটির বাকি অংশে কাজ চলমান রয়েছে। বিজিবি'র পক্ষ থেকে সংকেত পেলে সড়কের ওই অংশে কাজ শুরু হবে।'

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম সাংবাদিকদের জানান, 'আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশেই কংক্রিটের স্থাপনা নির্মাণ করতে পারবে না। এ কারণে বিএসএফ এ কাজে বাধা দিয়েছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বিএসএফ'র কাছে অনাপত্তির আবেদন জানানো হয়েছে। বিএসএফ এ বিষয়ে মতামত দিলে রাস্তাটির সংস্কার কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago