বিচারপতি এম ইনায়েতুর রহিম নতুন চেম্বার জজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নতুন চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার তাকে এই পদে মনোনীত করেন।
চেম্বার বিচারপতি আপিল বিভাগে মামলায় যেসব বিষয়ে জরুরি নিষ্পত্তি প্রয়োজন তার প্রতিকার দিতে পারেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী বুধবার হতে প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে আপীল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।
এর আগে গতকাল প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করেন।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ গত ৩ জুলাই থেকে বার্ষিক অবকাশে আছে। আগামীকাল বুধবার অবকাশ শেষ হবে।
Comments