বিদেশ ফেরতদের কর্মসংস্থানে ব্র্যাক-হ্যালোটাস্ক সমঝোতা সই

বিদেশফেরত কর্মীদের বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা, দেশে কর্মসংস্থান ও টেকসই পুনরেকত্রীকরণে যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্ম হ্যালোটাস্ক। এর আওতায় বিদেশফেরত কর্মীদের তালিকা তৈরি, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং হ্যালোটাস্কের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন সমঝোতা স্মারকে সই করেন। ছবি: সংগৃহীত

বিদেশফেরত কর্মীদের বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা, দেশে কর্মসংস্থান ও টেকসই পুনরেকত্রীকরণে যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্ম হ্যালোটাস্ক। এর আওতায় বিদেশফেরত কর্মীদের তালিকা তৈরি, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

আজ সোমবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং হ্যালোটাস্কের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন এ বিষয়ে এক সমঝোতা স্মারকে সই করেন।

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদে বিদেশ যাওয়া, মানবপাচার রোধ ও বিদেশ ফেরতদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকরণের কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। গত ৩ বছরে এ প্রোগ্রামের আওতায় ২৪ হাজার বিদেশফেরত কর্মীদের বিমানবন্দরে জরুরি তাৎক্ষণিক সেবা, প্রায় ৯ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরি এবং ৫ হাজার জনকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে।

হ্যালোটাস্ক প্ল্যাটফর্ম লিমিটেড একটি অনলাইন অ্যাপ্লিকেশন-ভিত্তিক হোম কেয়ারগিভার সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান।

এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিদেশফেরত নারীদের হ্যালোটাস্ক প্ল্যাটফর্মের আওতায় পেশাদার সেবা দানকারী হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে, বিদেশফেরত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাদের আয় ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

আজ সমঝোতা স্মারক সইয়ের সময় ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোরশেদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, হ্যালোটাস্কের প্রধান পরিচালনা কর্মকর্তা মেহেদী স্মরণ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Students back to school even as Met office extends heat alert

All primary and secondary schools, as well as colleges, reopened today after a long break that included the Eid-ul-Fitr and Pahela Baishakh holidays, and a week off due to the ongoing heatwave

11m ago