বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম খোকন (৩০) বলে জানান তিনি।
ওসি বলেন, '৩-৪ দিন আগে হয়তো তাকে খুন করে খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।'
পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।
Comments