বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ থাকবে দোকান-শপিংমল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতিদিন রাত ৮টার পর শপিংমল, দোকান, কাঁচাবাজার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার।
স্টার ফাইল ফটো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতিদিন রাত ৮টার পর শপিংমল, দোকান, কাঁচাবাজার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার।

গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ আদেশ অবগত করে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইনে ইতোমধ্যে রাত ৮টায় দোকান বন্ধ রাখার কথা বলা আছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, এ সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার তাদের সঙ্গে আলোচনা করেনি।

তিনি বলেন, 'যদিও বিদ্যমান আইনের অধীনে একটি বিধান আছে যে, শ্রমিকরা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করবে। কিন্তু, যুক্তিসঙ্গত কারণে আমরা কখনোই তা অনুসরণ করিনি।'

তিনি আরও বলেন, 'কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সরকার জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তাই সরকারের সিদ্ধান্ত মেনে চলার কোনো বিকল্প আমাদের নেই।'

Comments