বিবিয়ানায় ৩ কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক, ঢাকায় সংকট শেষ হতে পারে আজ

দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ৬টি কূপ থেকে হঠাৎ গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় রমজানের প্রথম দিন থেকেই গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
গত সপ্তাহে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করে। ছবি: প্রতিকী

দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ৬টি কূপ থেকে হঠাৎ গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় রমজানের প্রথম দিন থেকেই গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

আজ মঙ্গলবার ঢাকায় তীব্র গ্যাস সংকটের ৩ দিন পর দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ৩টি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আজ সকালে ৩টি কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক হয়েছে। তবে, অন্য ৩টি কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক হতে আরও সময় লাগবে।'

হবিগঞ্জের নবীগঞ্জে দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ২৬টি কূপ রয়েছে। এর মধ্যে ৬টি পাইপলাইনে ময়লা জমে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়।  

রমজানের প্রথম দিনে রাজধানীর জিগাতলা, শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, শ্যাওড়াপাড়া, মোহাম্মদপুর, কাফরুল, আদাবর, বনশ্রী, রামপুরা, বসুন্ধরা আবাসিক, আজিমপুর, লালবাগ, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, মতিঝিল, সেগুনবাগিচা, নারিন্দা, ওয়ারিসহ পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকা এবং মিরপুর ১, ২, ১০ নম্বর এলাকায় গ্যাস সংকট ছিল।

দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, রান্নার চুলায় গ্যাস থাকলেও চাপ কম। এসব এলাকার বাসিন্দারা জানান, তীব্র সংকটের কারণে দোকান থেকে খাবার ও ইফতার সামগ্রী কিনতে হয়েছে তাদের।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দুইদিন। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় এটি ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

আজ সন্ধ্যা নাগাদ ১১০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হবে বলে আশা করছেন তারা।  

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

3h ago