বেতন ও পুরো বোনাস পেলেন ডিইপিজেডের কর্মীরা

ফাইল ফটো

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) সব কারখানায় ছুটি হয়েছে। কর্মীদের পুরো বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

ডিইপিজেডের ব্যবস্থাপক আব্দুস সোবহান আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিইপিজেডের সব কারখানার কর্মীদের গত বৃহস্পতিবারের মধ্যে চলতি মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়া হয়েছে। শুধু একটি কারখানায় গতকাল বেতন বোনাস দেওয়া হয়েছে। সব কারখানায় ঈদের ছুটি হয়েছে। 

ডিইপিজেডে অনুমোদিত ১০০টি কারখানার মধ্যে চালু আছে ৯২টি।

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago