বেনাপোলে ২ বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

ছবি: স্টার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে ক্ষণিকের জন্য দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে।

আজ সোমবার সকালে এ মেলার আয়োজন করা হয়।

নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের ভাষাপ্রেমীরা যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ভারতের পক্ষে ফুল দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ বিশ্বজিত রায়, এমপি মমতা ঠাকুর, জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকার ও বনগাঁও পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস।

বাংলাদেশের পক্ষে ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ওসি কামাল ভূঁইয়া, ওসি রাজু আহমেদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মকুল ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব।

এ ছাড়াও, সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

পরে উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয় দুই দেশের জনগণের জন্য।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago