ভর্তুকি ন্যায়সঙ্গত নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে ভর্তুকি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, 'ভর্তুকি, ভর্তুকি, ভর্তুকি। আর কত। এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভর্তুকি থেকে আমাদের সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়।'

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি জানান, একনেক সভায় ভর্তুকির বিষয়ে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে ভর্তুকি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

ভর্তুকি বিষয়ে মন্ত্রী বলেন, 'কোনো না কোনো ব্যক্তি পাচ্ছে, কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে। এটা অবশ্যম্ভাবী সত্য। ভর্তুকি ইজ অ্যা ভেরি সিরিয়াস ম্যাটার। উই মাস্ট গেট আউট অব দিস সিস্টেম।'

'আমাদের সকলের প্রতি এটা উপদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করুন ধীরে ধীরে। একবারে করলে তো পড়ে যাবে। সো লেট আস কাম আউট অব দিস সিস্টেম,' যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

একনেক সভায় ভর্তুকির নিয়ে আলোচনা উত্থাপনের প্রসঙ্গ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, 'যখন বিদ্যুৎ নিয়ে কথা হচ্ছিল, বিদ্যুতের মিটারিং নিয়ে, তখন মিটারিংয়ে বিদ্যুতের মূল্য, বিদ্যুতের কস্ট, বিদ্যুতের নানা ব্যবহার নিয়ে অনেক কথা-বার্তা হয়েছে। তখনই এই কথাটা এসেছে যে, ভর্তুকি আমরা অনেক ক্ষেত্রে দিচ্ছি। বিদ্যুতের ক্ষেত্রেও দিচ্ছি। এটা থেকে আমাদের বেড়িয়ে আসার পথ খুঁজে বের করতে হবে।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

7h ago