ভারতের উপহার আরও ৪০ অ্যাম্বুলেন্স দেশে

ভারত সরকারের উপহারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

করোনা মহামারি মোকাবিলায় ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে অ্যাম্বুলেন্সগুলো।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, 'ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে আজ সকালে ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।'

ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

উপহারের অ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে উত্তরা মোটর লিমিটেড। সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, 'অ্যাম্বুলেন্সগুলো খালাস করতে কাস্টমসে প্রয়োজনীয় নথি দেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা দেবে অ্যাম্বুলেন্সগুলো।'

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং আজ তৃতীয় চালানে ৪০টি— মোট ৭১টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী মাসে পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago