ভারতে পাচার হওয়া ২ তরুণী একবছর পর দেশে ফিরলেন
ভারতে পাচার হওয়া দুই তরুণীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
আজ বুধবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
১৯ ও ২০ বছর বয়সী এই দুই তরুণীর বাড়ি সিরাজগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভালো কাজ দেওয়ার কথা বলে অবৈধপথে তাদের ভারতের মুম্বাই শহরে নিয়ে যায় পাচারকারীরা। সেখানে তাদের ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক লিপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে।
পরবর্তীকালে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। একবছর পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।
ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়। পরে বেনাপোলের একটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয় তাদের।
Comments