ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরলো ৪ কিশোরী

ভারতে ২ বছর কারাভোগের ৪ কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো কাজের প্রলোভনে তাদেরকে যশোর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে পাচার করা হয়। হায়দ্রাবাদে থাকার একপর্যায়ে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের ২ বছরের কারাদণ্ড দেয়।'
'সাজার মেয়াদ শেষে সেখানকার শেল্টার হোম কোকেটপালি রেসকিউ-এ তাদেরকে হেফাজতে রাখা হয়। পরে ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।'
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ডেইলি স্টারকে বলেন, 'থানার আনুষ্ঠানিকতা শেষে নিজ পরিবারে হস্তান্তরের জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদেরকে গ্রহণ করেছে।'
যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার'র সমন্বয়কারী রোকেয়া খাতুন ডেইলি স্টারকে বলেন, 'দেশে ফেরত আসা তরুণীদের পরিবারে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
'এ ছাড়া, ভারতে পাচার হওয়া তরুণীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে পাচারকারীদের বিরুদ্ধে আইনের সাহায্য চাইলে জাস্টিস অ্যান্ড কেয়ার সহযোগিতা করবে,' যোগ করেন তিনি।
Comments