ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরেছে ৭ কিশোরী

বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত। স্টার ফাইল ছবি

অবৈধ পথে ভারত গিয়ে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছে সাত কিশোরী। গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, 'ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা কিশোরীদের আইনি সহায়তা দিতে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করেছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদেরকে যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়েছে।'

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন গণমাধ্যমকে জানান, ভালো কাজ দেওয়ার কথা বলে মানবপাচারকারীরা দুই বছর আগে কিশোরীদের ভারতে নিয়ে যায়। পরে মুম্বাই শহরে তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

'সংবাদ পেয়ে ভারতীয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।'

'সেখান থেকে একটি ভারতীয় এনজিও তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়,' যোগ করেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে ফেরত আসা কিশোরীদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে তাদেরকে আইনি সহায়তাসহ কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান এবিএম মুহিত হোসেন।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago