ভারত থেকে আজ ১৭৩ টন অক্সিজেন এসেছে

ভারত থেকে জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার ১১টি ট্যাংকারে ১৭৩ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে বেনাপোল স্থলবন্দর নিয়ে ১১টি ট্যাংকারে করে ১৭৩ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। জরুরি খালাসের জন্য ট্যাংকারগুলো বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।
অক্সিজেনের এই চালান দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই অক্সিজেন আমদানি করেছে লিন্ডে বাংলাদেশ ও পিওর বিডি।
এর আগে, ঈদের দিন বেনাপোল বন্দর দিয়ে ১৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়।
এদিকে, করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন দিচ্ছে ভারত। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার রাতে বাংলাদেশে পৌঁছাবে।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ রাত ৯টার মধ্যে এগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছাবে। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় এসব কনটেইনার সরাসরি যমুনা ব্রিজে পৌঁছে বাংলাদেশি ট্যাংকারে খালি করে আবার ভারতে ফিরে যাবে।
Comments