বাংলাদেশ

ভাসানচরে পৌঁছেছেন আরও ৩৭৯ জন রোহিঙ্গা

সপ্তম দফায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে আরও ৩৭৯ জন রোহিঙ্গা এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ১২৬টি পরিবারের ২৫৭ জন এবং বিকেল পৌনে ৫টার দিকে ৪২টি পরিবারের ১২২ জন রোহিঙ্গা নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর পৌঁছায়।
বিকেলে ভাসানচর পৌঁছান রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

সপ্তম দফায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে আরও ৩৭৯ জন রোহিঙ্গা এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ১২৬টি পরিবারের ২৫৭ জন এবং বিকেল পৌনে ৫টার দিকে ৪২টি পরিবারের ১২২ জন রোহিঙ্গা নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর পৌঁছায়।

এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৫ জন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রফিকুল বলেন, '৩৭৯ জন রোহিঙ্গাকে ৫৬ নম্বর ক্লাস্টারে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৮ জন শিশু-কিশোর।'

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ জন রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

9h ago