ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত ৫

জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে হালিমা বেগম (৫০) নামের এক গৃহবধূ মারা গেছেন।
আজ রোববার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় সোলায়মান (৭৫), আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), শামীমা (৪৫) ও সুমাইয়া (২২) নামের আরও ৫ জন আহত হয়েছেন। একই হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, গতকাল শনিবার বিকেলে হালিমা বেগমসহ তার স্বজনরা বাড়ির পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাশের আমগাছ থেকে কিছু ভিমরুল হঠাৎ তাদের আক্রমণ করে। এতে ৬ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে হালিমা বেগমের মৃত্যু হয়।
Comments