ভোর ৬টা থেকে আরও ‘কঠোর’ বিধিনিষেধ
আগামীকাল ভোর ছয়টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সরকার যেসব বিধিনিষেধ ঘোষণা করেছে তা গতবারের নিষেধাজ্ঞার চেয়ে ‘কঠোর’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বৃহস্পতিবার এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যরা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের মাঠে থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী, আগামীকাল (২৩ জুলাই) সকাল ৬টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে।
১৪ দিনের বিধিনিষেধে চলাকালে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, অফিস এবং পোশাক কারখানাও এবার বন্ধ থাকবে।
যারা ঈদুল আজহার ছুটিতে নিজ নিজ জেলায় গিয়েছিলেন তারা ৫ আগস্টের আগে ঢাকায় ফিরেতে পারবেন না বলে জানান তিনি।
পোশাক ও সংশ্লিষ্ট শিল্পকে লকডাউনের আওতার বাইরে রাখতে সরকারের কাছে আহ্বান জানিয়েছিল বিজিএমইএ এবং এফবিসিসিআই।
এ বিষয় প্রতিমন্ত্রী বলেন, ‘এ মাসে কোনো সিদ্ধান্ত হয়নি।’
তবে, আগের ‘সম্পূর্ণ লকডাউন’-এ শিল্পপ্রতিষ্ঠান খোলা ছিল।
Comments