মনিরামপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় অন্তঃসত্ত্বা মা ও তার শিশু কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেসময় ঐ নারীর স্বামী কণা মণ্ডলকে আটক করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাই ডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মৃত পিয়া মণ্ডল (২১) ও তার মেয়ে অদৃতা মণ্ডলের (৩) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিক সুজয় মামুন ও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি, মৃত নারীর স্বামীকে আটক করা হয়েছে।'
স্থানীয়রা ডেইলি স্টারকে জানিয়েছেন, পিয়ার স্বামী সুজাতপুর গ্রামের কণা মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক। তিনি উপজেলার কুলটিয়া গ্রামে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
Comments