মানিকগঞ্জে বিজয়া দশমীর সম্প্রীতি মেলা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিএন পাইলট হাইস্কুল মাঠে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা।

গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত এই মেলায় মাটি ও কাঠের তৈরি খেলনা ও তৈজসপত্রসহ রকমারি পণ্যের দোকান বসে। উৎসবের আমেজে মুখরিত আবহমান গ্রাম-বাংলার চিরচেনা এই মেলায় ঢল নেমেছিল নানা বয়সী হাজারো মানুষের।

বিজয়া দশমীর দিন এই মাঠে আনা হয়েছিল ঘিওর উপজেলা সদরের সব মণ্ডপের দুর্গার প্রতিমা। পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় মেলাস্থলের পাশ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে। সব ধর্মের মানুষের উপস্থিতিতে এই মেলাটি পরিণত হয়েছিল সম্প্রীতি মেলায়।

ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন কুমার আইচ ডেইলি স্টারকে বলেন, 'প্রায় ১৫০ বছর ধরে এখানে প্রতি বছর বিজয়া দশমীতে মেলা বসে। চারপাশের অমানিশা, ক্লেদ, হিংস্রতা, ধর্মান্ধতা আমাদের সহজে স্পর্শ করে না। এখানে আয়োজন করা হয় বিজয়া দশমীর সম্প্রীতি মেলা। জাতি-ধর্ম নির্বিশেষে সবার উপস্থিতিতে উৎসবমুখর থাকে পুরো এলাকা।'

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ডেইলি স্টারকে বলেন, 'বহু বছর ধরে এখানে এই সম্প্রীতি মেলা বসে। আনন্দে মেতে উঠে সবাই। ধর্মের বিভেদ, বিভাজন কোনোদিনই এই মেলার সর্বজনীন পরিবেশ নষ্ট করতে পারেনি।'

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ডেইলি স্টারকে বলেন, 'সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এই মেলার উচ্ছ্বাস স্বাক্ষর রেখেছে অনন্য এক সম্প্রীতির। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক প্রাণে মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দেখভাল মেলাটির করেছে।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

20m ago