চলে গেলেন একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' খ্যাত একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৪৯ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই ভাষাসৈনিক, সাংবাদিক, কলাম লেখক, সাহিত্যিক ও গীতিকার।
তিনি সেখানে অনেকদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় বলেন, 'আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রপথিককে হারালো।'
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'একজন বিজ্ঞ ও পুরোধা ব্যক্তিত্বকে হারালাম যিনি তার লেখা ও গবেষণায় আমাদের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।'
আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।
Comments