মারা গেছেন সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৩) মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৩টা ৩০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আলী আশরাফকে গত ৯ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আলী আশরাফ ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বার জাতীয় সংসদে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৩, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সাংসদ ছিলেন।
২০০০ সালে কিছুদিন ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদকও ছিলেন।
Comments