মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২ বছর মেয়াদে বর্তমান চেয়ারম্যান ওয়ারেন ফার্নান্দেজের স্থলাভিষিক্ত হবেন।

মাহফুজ আনাম দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে, ২০০৭ সালে তিনি এএনএন'র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য স্ট্রেইটস টাইমসের এডিটর-ইন-চিফ ফার্নান্দেজ ও সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস (এসপিএইচ) মিডিয়ার ইংরেজি/মালয়/তামিল মিডিয়া গ্রুপ পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাহফুজ আনামকে মনোনীত করলে এএনএন বোর্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই জোটের সদস্য হিসেবে এশিয়ার ২৩টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম রয়েছে।

১৯৭২ সালে সাংবাদিক জীবন শুরু করা মাহফুজ আনাম গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে সুবিদিত।

জাতিসংঘে ১৪ বছর কাজ করার পর তিনি ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শুরুর দিকে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago