মেট্রোরেলের শেষ গার্ডার বসবে আগামীকাল

২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের শেষ গার্ডার বসানো হবে আগামীকাল। আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সকাল ১১টার দিকে এটি বসানো হবে।
তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আগামীকাল এ বিষয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সভার সঞ্চালনা করবেন।
আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন ৬ বা এমআরটি লাইন-৬ নামে পরিচিত, উত্তরা সেক্টর-৩ এবং মতিঝিলের মধ্যে এলিভেটেড রেললাইনটি নির্মিত হচ্ছে।
উত্তরা-আগারগাঁও অংশে রেল চলাচল শুরু হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর।
২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ মেট্রোরেল চালু হবে বলে ডিএমটিসিএল ঘোষণা দিয়েছিল।
ঢাকা মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ হাজার লোক পরিবহন করতে সক্ষম। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণের সময় প্রায় দুই ঘন্টা থেকে কমিয়ে মাত্র ৪০ মিনিটে নামিয়ে আনবে মেট্রোরেল।
Comments