মৌলভীবাজারে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

ঈদের নামাজের পর দেশ ও জাতির শান্তি, কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

আজ সোমবার সকাল ৭টায় তারা ঈদের নামাজ আদায় করেন। শহরের টিবি হাসপাতাল সড়কের আহমেদ শাবিস্তা নামক একটি বাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

নামাজের পর দেশ ও জাতির শান্তি, কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।  

ঈদুল ফিতরের এ নামাজে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজনগর ও সদরের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকা ও গোপালগঞ্জ থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন।  

উজান্ডি পীর সাহেব আব্দুল মাওফিক চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, তারা সৌদি আরবসহ মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে একযোগে ঈদ উদযাপন করছেন। বিশ্বের প্রায় ৪৫টি দেশে আজ পবিত্র ঈদ উদযাপন হচ্ছে।

তিনি বলেন, ইজমার ভিত্তিতে আজ শাওয়াল মাসের এক তারিখ। ঈদ এক তারিখেই করতে হবে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago