মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫২ শতাংশ
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ তথ্য জানান।
তিনি জানান, এর আগে গত ২৮ জুন জেলায় ১০২টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেসময় শনাক্তের হার ছিল ৪৬ শতাংশ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৭৫০ জন।
Comments