যশোরে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, শনাক্ত ৩৪.৯ শতাংশ
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় নয় জন এবং উপসর্গ ছিল নিয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৯ শতাংশ।
আজ শনিবার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বর্তমানে হাসপাতালে ১৪০ শয্যার বিপরীতে ২০২ জন রোগী ভর্তি আছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন নয় জন এবং বাকি পাঁচ জনের করোনার উপসর্গ ছিল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এখানে ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ৩৪ দশমিক ৯ শতাংশ।
Comments