যশোরের ‘কালু মিয়া’র দাম ১৬ লাখ, ওজন ৪৫ মণ

ঈদুল আজহা উপলক্ষে আলোচনায় 'কালু মিয়া'। গত ৪ বছরেই এই গরুটির ওজন হয়েছে প্রায় ৪৫ মণ।
গরুটির মালিক যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের কৃষক আজিজুর রহমান। ছোট্ট একটি টালির চালাঘরে 'কালু মিয়া'কে পরম যত্নে লালন-পালন করছেন তিনি।
বিশালাকার 'কালু মিয়া'কে দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের এলাকার মানুষ। কোরবানির জন্য বিক্রি করতে গরুটির দাম চাওয়া হচ্ছে ১৬ লাখ টাকা।
'কালু মিয়া'র খাদ্য তালিকায় রয়েছে বিচালি, খৈল, ভুষি, ভুট্টা ও ঘাস। এর পাশাপাশি গরুটির শারীরিক সৌন্দর্য বাড়াতে খাওয়ানো হয় পাকা কলা, লেবু, আপেল, বাদাম ও পাউরুটি।
আজিজুর রহমান সাতক্ষীরা থেকে কিনে আনেন 'কালু মিয়া'কে। এরপর ৪ বছর কেটে গেলেও গরুটিকে কখনো দড়ি দিয়ে বাঁধা হয়নি।
আজিজুর রহমান বলেন, 'আমার মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী পলি খাতুন "কালু মিয়া"কে লালন-পালন করেছে। তাকে বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। কখনো নিম্নমানের খাবার খাওয়ানো হয়নি। ফলে গত ৪ বছরের মধ্যে কখনো ডাক্তার দেখানোরও প্রয়োজন হয়নি।'
তিনি জানান, ১৬ লাখ টাকায় 'কালু মিয়া'কে যিনি কিনবেন তাকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।
পলি খাতুন বলে, '"কালু মিয়া"কে পরম আদর-যত্নে লালন-পালন করা হয়েছে। গরুটি বিশালাকার হলেও খুবই শান্ত।'
Comments