যশোরের বাজারে দেশি কোরবানির পশু ৯৭ হাজার

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরের বাজারে ৯৭ হাজারের বেশি কোরবানির পশু রয়েছে। এসব পশু স্থানীয়ভাবে পালন করা হয়েছে।
ছবি: ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরের বাজারে ৯৭ হাজারের বেশি কোরবানির পশু রয়েছে। এসব পশু স্থানীয়ভাবে পালন করা হয়েছে।

জেলা পশুসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেছেন, গত বছরের তুলনায় এ বছর পশুর চাহিদা ৫ হাজার বেশি।

জেলা পশুসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৯১ হাজার ১৮৮ কোরবানির পশুর চাহিদা রয়েছে। কোরবানির জন্য বাজারে গরু, ছাগল ও ভেড়া রয়েছে ৯৭ হাজার ১৮৮টি। বাজারে কোরবানির পশুর সংকটের আশঙ্কা নেই।

এ বছর কোরবানির জন্য রয়েছে ২৭ হাজার ৯৫৫টি গরু, ৬৩ হাজার ২৩৩টি ছাগল এবং ৫৫৭টি ভেড়া। জেলায় খামার রয়েছে ৯ হাজার ৩২০টি।

পশুসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, 'গত বছরের তুলনায় এ বছর বাজারে পশুর দাম বাড়তি। গবাদিপশুর খাবারের দাম বাড়ার কারণে এই বাড়তি দাম। বৈশ্বিক সংকটের কারণে গবাদিপশুর খাবারের দাম বেড়েছে। তাই খামারিরা পশুর দামও বাড়িয়ে দিয়েছেন।'

তার মতে, বাজারে যেহেতু কোরবানির পশুর সংকটের সম্ভাবনা নেই তাই ক্রেতারা দর কষাকষি করে পশুর দাম কমাতে পারবেন।

Comments