যশোরে নৃত্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে এক নৃত্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে শহরের কাজিপাড়া কাঠালতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিনি খাতুন (২২) কাঁঠালতলার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের পুরাতন কসবা কাঁঠালতলায় সিরাজুল ইসলামের বাড়ির ৬ষ্ঠ তলা থেকে এক নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিনি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। রিনি একাই থাকতেন বাসাটিতে। ঘরের ভেতর তেমন কোনো মালামাল নেই।'
ওসি আরও বলেন, 'রিনির বাড়ির ঠিকানা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে, তার মা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।'
বাড়ির মালিক সিরাজুল ইসলামের স্ত্রী রিনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি গ্রামে গিয়েছিলাম। চতুর্থ তলার ভাড়াটিয়া মোবাইলে কল দিয়ে এ ঘটনা জানায়। তড়িঘড়ি করে বাসায় আসি। তার আগেই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।'
Comments