যশোরে সেপটিক ট্যাংকে পড়ে পিতা-পুত্রের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে যশোরের চৌগাছা উপজেলায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস সেপটিক ট্যাংক থেকে চৌগাছা উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু ঋষি (৪৫) ও তার পুত্র সাগর ঋষির (২৪) মরদেহ উদ্ধার করেছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছার সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান তারা। মধু ঋষি ট্যাংকের মধ্যে পড়ে গেলে তার পুত্র সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে ট্যাংকের মধ্যে নেমে আর উঠছিলেন না।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টার পর পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, 'স্থানীয়দের কাছ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।'
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, 'মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।'
Comments