যশোরে ৩২ কেজি ওজনের বিরল প্রজাতির গোলপাতা মাছ

যশোরের কেশবপুর উপজেলায় বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষেরা ভিড় করেছেন। ছয় ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের বিরল প্রজাতির এই মাছটি আজ বৃহস্পতিবার সকালে বাজারের একতা ফিসের আড়তে আনা হয়।
আড়ত সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের মাছ ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছটি বিক্রির জন্য কেশবপুরের মাছ ব্যবসায়ী নফর গাজীর কাছে পাঠান।
মাছ ব্যবসায়ী নফর গাজী দ্য ডেইলি স্টারকে জানান, কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার গোলপাতা মাছটি ধরা পড়ে। ৩২ কেজি ওজনের মাছটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট ও প্রস্থ প্রায় দুই ফুট।
গোলপাতা মাছটি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক ইউপি সদস্য সবেদ আলীর কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান তিনি।
কেশবপুর মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান জানান, কেশবপুর বাজারে গোলপাতা মাছ এর আগে একবার আসলেও এত বড় আকারের মাছ আগে কেউ দেখেনি। বিশাল আকৃতির এই মাছটি দেখতে তাই উৎসুক মানুষ ভিড় করছে।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি আসলে ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা আছে। সেইল ফিশ সাধারণত গভীর সমুদ্রে দেখা যায়।
Comments