যশোরে ৬ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা 

নাট্য সংগঠন বিবর্তন যশোরের দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে তাদের সম্মাননা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যশোরে ৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নাট্য সংগঠন বিবর্তন যশোরের দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে তাদের সম্মাননা দেওয়া হয়।

যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ নাট্যোৎসবের উদ্বোধন হয়। বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিবর্তন যশোর এ উৎসবের আয়োজন করেছে।

সম্মাননা পাওয়া বীর নারী মুক্তিযোদ্ধারা হলেন, সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী, কাজী রোকেয়া সুলতানা রাকা, অর্পণা বিশ্বাস, আরতি রানী সাহা, রোকেয়া বেগম ও ফাতেমা খাতুন।

বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস।

পরে বিবর্তন ও আর্ট স্কুলের শিশু শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে। এরপর সুরধুনীর শিল্পীরা গণসংগীত, নিত্যবিতানের শিল্পীরা নৃত্য এবং নাটক পরিবেশন করেন।

Comments

The Daily Star  | English

Badruddin Umar passes away

He died at Bangladesh Specialized Hospital in Dhaka around 10:05am

29m ago