যানজটে অচল ঢাকা-চট্টগ্রাম বিকল্প সড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সেতুর কাজ চলায় বিকল্প হিসেবে যানবাহনগুলো সাময়িকভাবে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ ব্যবহার করছে। কিন্তু, বিকল্প এ সড়কে পণ্য বোঝাই হাজারো যানবাহনের জট সৃষ্টি হয়ে সড়কটি বর্তমানে অচল হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় একটি সেতুতে ঢালাই কাজ চলতে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়িগুলো বিকল্প হিসেবে গতকাল থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ ব্যবহার করে চলাচল করছে।
আজ বুধবার সকাল থেকে এই মহাসড়কে যানজটে পড়েছে হাজারো কার্গো ট্রাক, কনটেইনার ও পিকআপ। এতে চালকসহ যানবাহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
মঙ্গলবার সারাদিন এ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল।
যানজটের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম দ্য ডেইলি স্টারকে জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাঁচটি টিম কাজ করছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় একটি সেতুর ঢাকামুখী লেনের টিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সওজ কর্তৃপক্ষ পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ১২ জুলাই রাত আটটা থেকে ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সেতুটির উভয় লেন বন্ধ থাকবে।
এই সময়ে মহাসড়কে চলাচলকারী হালকা যানগুলো লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি বাজার-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে এবং ভারি যানবাহনগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-সিলেট মহাসড়ক-কাঁচপুর রুটে যাতায়াত করবে।
তবে, বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত যানবাহনের চাপে দুর্ভোগে পড়েছেন তারা।
Comments