রাজধানীতে ইলিশ কিনতে ভিড়, দাম চড়া

রাজধানীর মাছের বাজারগুলোতে ইলিশ কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ রোববার সারাদিন কারওয়ান বাজার, মতিঝিল, কাজীপাড়া, মিরপুর-১ সহ রাজধানীর কয়েকটি মাছের বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বাজারগুলোতে দেখা গেছে, মাছের সরবরাহ বেশি থাকলেও দাম ছিল অনেক বেশি।
বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা ধরে এবং ৮০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১ হাজার টাকা দরে। এক সপ্তাহ আগে সমপরিমাণের ইলিশ কেজি প্রতি বিক্রি হতো যথাক্রমে ৭৫০ ও ৬০০ টাকা ধরে।
কারওয়ান বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ি নুর ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'টানা এক সপ্তাহ ধরে ইলিশ কেনার চেষ্টা করছি। কিন্তু, ডিম ছাড়া ইলিশ পাচ্ছি না। অনেকে আশ্বাস দিয়েছিল ইলিশের দাম কমবে। কিন্তু ভারতে ইলিশ যাওয়ায় এখন দাম বেড়ে গেছে। বাধ্য হয়ে বেশি দামেই ইলিশ কিনতে হচ্ছে।'
কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ি সুমন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘাট থেকেই আমাদের বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। ক্রেতাদের মূল চাহিদা ৮০০ থেকে এক হাজার গ্রাম সাইজের ইলিশ। কিন্তু এই সাইজের ইলিশের সরবরাহ একটু কম।'
তিনি আরও বলেন, 'এ বছর অনেক ক্রেতা দাম কমার অপেক্ষায় ছিলেন। কিন্তু দাম তো কমেনি, বরং বেড়েছে।'
Comments