রাজধানীর পল্লবী থেকে ৩ কিশোরী নিখোঁজ

রাজধানীর পল্লবী থেকে কলেজ পড়ুয়া ৩ কিশোরী নিখোঁজ হয়েছেন। তাদের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার নগদ টাকা, সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি ছাড়ার পর থেকে তারা নিখোঁজ আছেন।
ওই ৩ কিশোরীর সন্ধান না পেয়ে নিখোঁজ একজনের মা আজ শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের সন্দেহ, একটি পাচারকারী দল ওই কিশোরীদের বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়েছিল এবং সে কারণেই তারা বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পরিবার জানায়, তারা প্রত্যেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বয়স প্রায় ১৫ বছর।
অভিযোগে বলা হয়, ওই কিশোরীদের ৩ জন বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়।
পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৩ কিশোরী পরিবারের সদস্যদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ৩ কিশোরীর মধ্যে একজন ৬ লাখ টাকা, আরেকজন ২.৫ ভরি সোনা এবং অন্যজন মোবাইল ফোনসহ ৭৫,০০০ টাকা নিয়ে গেছে।
নিখোঁজ এক কিশোরীর বড় বোন জানিয়েছেন, অভিযুক্ত ৩ জন একই এলাকার এবং তারা ৩ জনকে বিদেশে যাওয়ার প্রলোভন দেখায়। বৃহস্পতিবার তারা কলেজ ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তারা অভিযোগের বিষয়টি তদন্ত করছেন এবং এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে হেফাজতে নিয়েছেন।
Comments