রাজনীতি

নেত্রকোণা-১ আসনের সদস্যকে এলাকা ছাড়তে ইসির চিঠি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আবেদন আমলে নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
manu
নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার | ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আবেদন আমলে নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ স্বাক্ষরিত চিঠিতে মানু মজুমদারকে এলাকা ছাড়তে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল লতিফ শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২১ নভেম্বর সংসদ সদস্যকে এলাকা ছাড়তে বলা হয়েছিল। ২৩ নভেম্বর তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। গতকাল রাতে আবার ফিরে এসেছেন। যে কারণে আজ তাকে চিঠি দেওয়া হয়েছে। বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধি মানছেন না।

অভিযোগ উঠেছে, মানু মজুমদার কলমাকান্দা ও দুর্গাপুরে তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং অন্যান্য প্রার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মানু মজুমদার মোবাইল ফোনে ডেইলি স্টারকে বলেন, 'এ ব্যাপারে আমি কিছু জানি না।' এ কথা বলার পরেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

2h ago