রাজবাড়ীতে ২টি হাত বোমা উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার গাছ কাটতে গিয়ে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে নারীসহ ৩ জন আহত হয়েছিলেন। আজ ঘটনাস্থল থেকে আরও ২টি হাত বোমা উদ্ধার করেছে ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয় টিম।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সদর আলীর বাড়ির পুকুর পাড়ের একটি মেহগনি গাছের নিচ থেকে হাত বোমা ২টি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সদর আলীর বাড়ির পুকুর পাড়ে গাছ কাটার সময় বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে ৩ জন আহত হন। আহত ২ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই গাছের গোড়াতে বোমাসদৃশ আরও বস্তু দেখতে পাওয়ায় আমরা ঢাকায় যোগাযোগ করি। আজ দুপুরে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিস্কিয় টিমের সদস্যরা দুটি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
Comments