রাজবাড়ীর বাজারে ১০ মণের শাপলা পাতা মাছ

রাজবাড়ীর পদ্মায় জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি 'শাপলা পাতা' মাছ। বিশালাকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।
আজ রোববার ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।
তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসে।
আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মন্ডল আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।
জেলে বাবু সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু, হঠাৎ এই মাছটি ধরা পড়লে খুশি হই।'
'দ্রুত মাছটি ডাঙ্গায় তুলি। এটি সাধারণত মাটির ছুঁই ছুঁই করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো পদ্মায় তীব্র স্রোতের কারণে মাটি থেকে ওপরে ওঠে আসায় তা জালে ধরা পড়েছে।'
জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত "শাপলা পাতা মাছ" নামে পরিচিত এই মাছটি কক্সবাজার এলাকায় পাওয়া যায়। গভীর পানির এই মাছ নদীতে পানি বাড়ার কারণে হয়তো এসে পড়েছে। এটি খুবই সুস্বাদু মাছ।'
Comments