রাজশাহীতে ৪ প্রতিষ্ঠানে অভিযান, ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ৪টি প্রতিষ্ঠানের গুদাম ও একটি ট্রাক থেকে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ।
জব্দ করা একটি তেল ভর্তি গুদাম। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ৪টি প্রতিষ্ঠানের গুদাম ও একটি ট্রাক থেকে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা শাখা ও পুঠিয়া থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জব্দ করা তেলের মধ্যে ২৪ হাজার ৬৮৪ লিটার সয়াবিন তেল এবং ৬৭ হাজার ৯৩২ লিটার পাম তেল রয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকচালকসহ ৫ জনকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দের পাশাপাশি ৪টি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বানেশ্বর বাজারের সরকার অ্যান্ড সন্স থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৬ ব্যারেল পাম তেল, এন্তাজ স্টোর থেকে ২২ ব্যারেল সয়াবিন তেল ও ১২০ ব্যারেল পাম তেল, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্স থেকে ৩ ব্যারেল সয়াবিন ও ১০০ ব্যারেল পাম তেল এবং রিমা স্টোর থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৭ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকে বোঝাই করা ৬০ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে।

প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল রয়েছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago