রূপপুরের সেই পর্দার টেন্ডার বাতিল

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের জন্য পর্দা এবং জনশুমারি প্রকল্পের ছোট ল্যাপটপ ক্রয়ের প্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয় কমিটি।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে অর্থমন্ত্রী জানান, ওই দুটি প্রস্তাব রিটেন্ডার করতে বলা হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, 'কিছু নিয়মের ব্যাতয় হওয়ার কারনে প্রস্তাব দুটি ফেরত পাঠানো হয়েছে।'

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্সে এক হাজার ২৫০ বর্গফুটের একটি ২০ তলা ভবন এবং একটি ১৬ তলা ভবনে ১৯৬টি ইউনিটের পর্দা সরবরাহ এবং স্থাপন কাজের জন্য ব্যয় ধরা হয় চার কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা।

অপর প্রকল্পে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর মাঠ পর্যায়ে জনশুমারির তথ্য সংগ্রহের জন্য জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় তিন লাখ ৯৫ হাজার ট্যাবলেট ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের কাছ থেকে ৫৪৮ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৭০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়ার প্রস্তাব করা হয়।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

44m ago