রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যা

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালংয়ের পূর্ব এফডিএমএন ক্যাম্প-১ এ তার কার্যালয়ে তিনি গুলিবিদ্ধ হন।
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালংয়ের পূর্ব এফডিএমএন ক্যাম্প-১ এ নিজ কার্যালয়ে তিনি গুলিবিদ্ধ হন।

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জাকির হোসেন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাতে এশার নামাজের পর মুহিব উল্লাহ তার অফিসে আসার পর ৩ জন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

মুহিব উল্লাহর কার্যালয় থেকে উদ্ধার করা বুলেট। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'তার বুকে ৩টি গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।'

এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় মুহিব উল্লাহকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায় বলে জানান ডিআইজি জাকির হোসেন।

'কুতুপালং এমএসএফ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

পুলিশ জানায়, মুহিব উল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনার পর পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানান ডিআইজি।

Comments