লালমনিরহাটে দেশের একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন

লালমনিরহাটে দেশের প্রথম ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। ছবি: দিলীপ রায়/স্টার

লালমনিরহাটে দেশের প্রথম ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) একাডেমিক সেশনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার বিমান ঘাঁটি এলাকায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক সেশনের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, 'বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাসে ২০২০ সাল থেকে শুরু হলেও, এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে লালমনিরহাটে। এ জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান তৈরি এবং ডিপিপি প্রস্তুতির জন্য চলতি বছর ফেব্রুয়ারিতে একটি ত্রি-পক্ষীয় চুক্তি সই হয়েছে।'

তিনি আরও বলেন, 'এখানে একটি স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত একটি একাডেমিক ভবন ও একটি আবাসিক ভবন তৈরি করে বিমান বাহিনী এগিয়ে এসেছে, যেন বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক সেশন শুরু করা যায়।'

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প' উল্লেখ করে এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, 'বিশ্ববিদ্যালয়টি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় এ অঞ্চলের একটি "সেন্টার অব এক্সিলেন্সে" পরিণত হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে।'

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের উদ্বোধন করেন। ছবি: দিলীপ রায়/স্টার

বিমান বাহিনী প্রধান বলেন, 'দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সবার জন্য অংশগ্রহনমূলক ও মানবসম্পন্ন শিক্ষানীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে। এতে এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।' 

বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলামসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

59m ago