লিয়াকত আলী লাকীর অপসারণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অপসারণ ও বিচারের দাবিতে ঢাকার শাহবাগে মানববন্ধন করেছে 'গণসংস্কৃতি পরিষদ'।
সংগঠনটি বলছে, এক যুগ ধরে শিল্পকলা একাডেমির শীর্ষপদে থেকে লিয়াকত আলী লাকী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সংস্কৃতি কর্মীরাও ক্ষুব্ধ। তাই তাকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।
মানববন্ধনে গণসংস্কৃতি পরিষদের নেতারা বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, চিকিৎসা, অর্থসহ সব খাতেই দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও লুটপাট চলছে। এসবের বিচার না হওয়ায় দেশে আস্থার সংকট চলছে। অন্যান্য দুর্নীতিবাজদের মতো লিয়াকত আলী লাকীর বিরুদ্ধেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি।
লিয়াকত আলী লাকীকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণসংস্কৃতি পরিষদের নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন পাঠাগার আন্দোলনের সংগঠক কাসেম মাসুদ, নাট্য লেখক ও গবেষক আবুল কালাম আজাদ, অভিনেতা নাদিম হাসান, নিবন্ধকার ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, সংস্কৃতি কর্মী এস কে রাসেদ, সমাজচিন্তা পত্রিকার সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আকরাম হোসেন, লালন গবেষক ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার, সংস্কৃতি কর্মী আসিফ মাহমুদ, নাঈম হোসেন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌসি শিখা ও কবি শওকত হোসেন।
মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে কবিতা পাঠ করেন কবি প্রদীপ মিত্র, আবুল কালাম আজাদ, তানজিদা ঋতু ও কবি জসিম উদ্দিন। প্রতিবাদী গান পরিবেশন করেন রোমান সিঙ্গার ও আলমগীর হোসেন।
প্রতিবাদে সংহতি জানান কবি চঞ্চল আশরাফ, কবি বঙ্গ রাখাল, কবি আশিক আকবর, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি সোহেল মাজহার, কবি রইস মুকুল, ছোটকাগজ সম্পাদক সরকার আশরাফ ও হানিফ রাশেদিন, ভাস্কর রাশা, অনুবাদক আলমগীর খান, লেখক দিলদার হোসেন, চিত্রশিল্পী জাকির হোসেন, চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, অধ্যাপক ও চলচ্চিত্র নির্মাতা জুনায়েদ হালিম এবং নাট্য কর্মী নুসরাত তাবাচ্ছুম।
Comments