শাহজালালে বিমানের ২ উড়োজাহাজে ডানায় ডানায় ধাক্কা

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে ২টি উড়োজাহাজের ডানায় ডানায় ধাক্কা লেগেছে। এতে উড়োজাহাজ ২টির ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রোববার রাতে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনের সঙ্গে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ধাক্কা লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, 'বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'

গতকাল সিঙ্গাপুর থেকে আসে বিমানের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি। যাত্রী নামিয়ে রাত ৯টার দিকে উড়োজাহাজটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়। আগে থেকেই হ্যাঙ্গারে একটি ৭৩৭ উড়োজাহাজ ছিল।

৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের ডানায় আঘাত লাগে। এতে ৭৮৭ উড়োজাহাজের ডান পাশের ডানা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

তাহেরা খন্দকার বলেন, 'দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।'

এর আগে গত ১০ এপ্রিল একইভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় একটি বোয়িং ৭৭৭ এবং একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

সেই ঘটনায় ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিমান।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago