শিক্ষার্থীদের প্রশ্নের মুখোমুখি মন্ত্রী

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে 'মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ: তারুণ্যের ভাবনায় মিট দ্য মিনিস্টার শ ম রেজাউল করিম' সংলাপের আয়োজন করা হয়।

এতে পিরোজপুর শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে মন্ত্রী এবং প্যানেল আলোচকদের কাছে আইনশৃঙ্খলাসহ সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ভ্যাকসিন আবিষ্কারের আগ থেকেই বর্তমান প্রধানমন্ত্রী প্রস্তুত ছিলেন যাতে করে সহজেই বাংলাদেশ শুরুতে ভ্যাকসিন পেতে পারে।

এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন দেশের নিম্ন আদালতের স্বাধীনতা নিয়ে। মন্ত্রী দাবি করেন দেশের নিম্ন আদালত পুরোপুরিভাবে স্বাধীন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া।

মন্ত্রী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অনেক সময় অসৎভাবে লাভবান হয়ে মিথ্যা প্রতিবেদন দেন। এতে অনেক সময় বিচারক সঠিক রায় দিতে পারেন না। এছাড়া অনেক বিচারক আছেন যারা নিজেরাই কোনো প্রভাব ছাড়াই প্রভাবিত হন। আর এ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো আমাদের সৎ হওয়া।

জমিজমা সংক্রান্ত মামলার রায়ে দীর্ঘ সূত্রতার বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীর। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পুলিশের কাছে যতগুলো ফৌজদারি অভিযোগ আসে তার শতকরা ৯০ ভাগের বেশি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তৈরি। তবে জমিজমা সংক্রান্ত বিষয়টি শুধুমাত্র আদালতের এখতিয়ারে থাকায় এ বিষয়ে পুলিশর আইনশৃঙ্খলা রক্ষা করা ছাড়া অন্য কোনো কিছুই করার থাকে না।

এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ভূমির বিষয়টির সাথে কয়েকটি বিভাগ জড়িত। সবগুলো বিভাগকে একত্রিকরণ করা গেলে এ সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া সরকার এ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তা দ্রুতই সমাধান হবে বলে আশা করেন তিনি।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago