শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

সাপ্তাহিক ছুটির দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে গাড়ির চাপ বেড়েছে। এই নৌপথে ৫টি মাঝারি ফেরি চলাচল করছে। তবে, সেগুলো গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
আজ শুক্রবার ভোর থেকে শিমুলিয়ায় দক্ষিণবঙ্গগামী গাড়ির চাপ বাড়তে শুরু করে। দুপুর ১টায় শিমুলিয়াঘাটে প্রায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসে ভিড় করছে। এজন্য শিমুলিয়াঘাটের পরিস্থিতি অস্বাভাবিক। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি মিডিয়াম ফেরি চলছে। এগুলো গাড়ির চাপ সামাল দিতে পারছে না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়েছে। গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘাটে এসে ফেরিতে প্রবেশ করতে ৩-৪ ঘন্টা সময়ও লাগছে।'
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক(এজিএম) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ৫টি ফেরি দিয়ে গাড়ির চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। দিন দিন পদ্মায় স্রোত কমতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌপথ সরেজমিন পরিদর্শন শেষে ফেরির সংখ্যা মন্ত্রণালয়ের নির্দেশে বাড়াতে পারে।
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় ঢাকাগামী গাড়ি নেই। তবে, যেসব ফেরি চলছে তাতে ২৫-৩০টি গাড়ি পার হতে পারছে।
Comments