শিল্পকর্ম নয়!

ইহা একটি 'ইনস্টলেশন' শিল্পকর্ম নয়। তবে এই 'দৃষ্টিনন্দন' কর্মটি করা হয়েছে পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্যেই। রাজধানীর রাজপথে চলাচলে রয়েছে সমূহ বিপদের শঙ্কা।
ব্যস্ত রাস্তার মাঝখানে ম্যানহোলের ঢাকনা নেই। স্থানীয়রা ম্যানহোলের গর্তে শুধু বাঁশ রেখেই নিশ্চিন্ত হতে পারেননি। দূর থেকে পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্যে বাঁশের মাথায় গুঁজে দিয়েছেন ব্যাগ, কাপড় ও রঙিন পলিথিন।
এ দৃশ্য ফকিরাপুল এলাকার। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আনিসুর রহমান
Comments